thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ছবিতে ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৪:১২:৪৭
ছবিতে ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালের সেপ্টেম্বর থেকেই পশ্চিম ইন্দোনেশিয়ার সিনাবুং পাহাড়ের আগ্নেয়গিরি থেকে বিক্ষিপ্তভাবে লাভার উদগিরণ শুরু হয়। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন।

রবিবার আগ্নেয়গিরিটি থেকে প্রত্যাশার চেয়েও অনেক বেশি পরিমাণে বিষাক্ত গ্যাস ও উত্তপ্ত লাভার উদগিরণ শুরু হয়। এ সময় আগ্নেয়গিরিটি বিকট গর্জনও শুরু করে।

এদিকে কর্তৃপক্ষ পাহাড়টি ঘিরে আরো বেশি জায়গা বিপদজনক বলে ঘোষণা করেছে। ফলে সিনাবুং উপত্যকার আতংকিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।

উত্তর সুমাত্রার বিরাস্তেপু গ্রামের বাসিন্দারা তাদের গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।


সিনাবুং পাহাড়ের আশে-পাশের ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে ১৯ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।


২০১৩ সালের সেপ্টেম্বর থেকেই ২ হাজার ৬০০ মিটার আয়তনের এই আগ্নেয়গিরিটি থেকে লাভার উদগিরণ শুরু হয়।


উত্তর সুমাত্রা প্রদেশের কারো জেলার ১৭টি গ্রামের বাসিন্দাদেরকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার আদেশ দিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।


শনিবার আগ্নেয়গিরিটি থেকে ৫০টি উদগিরণের ঘটনা ঘটে। এতে সিনাবুং পাহাড়ের দক্ষিণ-পূর্ব উপত্যকা এলকাটি উত্তপ্ত লাভা ও বিষাক্ত গ্যাসে প্রায় পুরোপুরি ঢেকে যায়।

সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো কয়েকশত মানুষের অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গেছে।

রবিবারও আগ্নেয়গিরিটি থেকে ৪ হাজার মিটার উঁচুতে মেঘের মতো কুণ্ডলী পাকিয়ে বিষাক্ত গ্যাস ও লাভার উদগিরণ হতে দেখা গেছে।

(দ্য রিপোর্ট/এমএটি/ এমডি/ ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর