thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ৪ জেএমবি সদস্য রিমান্ডে

২০১৬ ফেব্রুয়ারি ২৪ ২০:৪৬:০০
চট্টগ্রামে ৪ জেএমবি সদস্য রিমান্ডে

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সিএমপির সদরঘাট থানার একটি মামলায় তাদের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।

রিমান্ডে নেওয়া চার জেএমবি সদস্য হলো– জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, সদস্য মো. সুজন ওরফে বাবু, মাহবুব এবং শাহজাহান কাজল।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থানায় দায়ের করা ১৪/৯/১৫ নম্বর মামলায় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া চার জেএমবি সদস্যকে নতুন করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোঁয়াজনগর এলাকায় জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার নিহত জাবেরে বাসা থেকে অভিযান চালিয়ে নয়টি হ্যান্ডগ্রেনেড, অস্ত্র, ছোরা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও গুলি উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।

এ সময় জেএমবির সামরিক প্রধান জাবেদসহ পাঁচজনকে আটক করা হয়। পরদিন জাবেদ ভোরে নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে কুইয়াশ এলাকার অনন্যা আবাসিক এলাকায় অভিযানে গেলে গ্রেনেড বিস্ফোরণে নিহত বলে পুলিশ জানিয়েছিল। এ ঘটনায় গত ৬ অক্টোবর গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাদি হয়ে কর্ণফুলী থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের এসআই ইলিয়াছ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আরও দুটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/এপি/এম/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর