thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ইয়াবাসহ স্ত্রী-শাশুড়ি-জামাই গ্রেফতার

২০১৬ ফেব্রুয়ারি ২৫ ১৪:৪১:২৩
চট্টগ্রামে ইয়াবাসহ স্ত্রী-শাশুড়ি-জামাই গ্রেফতার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ মা মেয়ে এবং মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

অক্সিজেন গোলবাগ এলাকার জানে আলম ভবনের নিচতলার বাসায় অভিযান চালিয়ে বুধবার রাতে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের মৃত মানিক আচার্যের স্ত্রী দীপ্তি আচার্য (৬১), তার মেয়ে সুমি আচার্য (৩০) এবং মেয়ের স্বামী ফটিকছড়ি থানার পূর্ব ফারহাবাদের মৃত শান্তিব্রত চক্রবর্ত্তীর ছেলে দেবব্রত চক্রবর্ত্তী (৫০)।

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ টাকাসহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তাদের পরিবহন ব্যবসা রয়েছে। সিএনজিচালিত দুইটি অটোরিকশা এবং একটি ট্রাক রয়েছে। এ ব্যবসার আড়ালেই তারা মূলত দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসিন।

(দ্য রিপোর্ট/একেএ/এএসটি/এইচ/ফেব্রুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর