thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবি শিক্ষক সমিতির নব গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৫:৩৭:০৬
জাবি শিক্ষক সমিতির নব গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৪’র নির্বাচন পরবর্তী নব গঠিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দোতালায় রবিবার সকাল ১১টায় নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে অধ্যাপক ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক কামরুল আহসান দায়িত্বভার গ্রহণ করেন। জাবি শিক্ষক সমিতির প্রাক্তন কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় শিক্ষক সমিতির নবনির্বাচিত কোষাধ্যক্ষ অধ্যাপক কৌশিক সাহা ও যুগ্ম-সম্পাদক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমানসহ কমিটির ১০ জন নির্বাহী সদস্যও দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট ও স্বতন্ত্র শিক্ষকদের সম্মিলিত প্যানেলকে পরাজিত করে কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের সবগুলোতেই নির্বাচিত হয় ‘সাধারণ শিক্ষক ফোরাম’।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এসবি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর