thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

রাবিতে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৬:২৫:৪৪
রাবিতে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রবিবার দুপুরে একটি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি কলা ভবনের উত্তর পাশের গেট দিয়ে অপরাজেয় বাংলার সামনে দিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু মিছিলের নেতৃত্ব দেন। এ সময় মিছিলে ‘ছাত্রলীগের হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

জনার্দন দত্ত নান্টু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ বর্ধিত ফি ও নাইট কোর্স বন্ধের দাবিতে যখন হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছিলেন। তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ সময় মিছিলে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ছাত্রফ্রন্টের ঢাবি সাধারণ সম্পাদক ইমরান হাবিব রোমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/সা/ফেব্রুারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর