thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

দ. সুদানে ৩৭ লাখ লোকের খাদ্য দরকার

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৬:৫৭:৫৩
দ. সুদানে ৩৭ লাখ লোকের খাদ্য দরকার

দ্য রিপোর্ট ডেস্ক : গৃহযুদ্ধের কবলে পড়া দক্ষিণ সুদানে ৩৭ লাখ লোকের জন্য খাদ্য দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী টবি ল্যাঞ্জার জানান, দেশটির খাদ্য সংকট দূর করতে ১.৩ বিলিয়ন ডলার প্রয়োজন।

প্রেসিডেন্ট সালভা কিরের বিরুদ্ধে সাবেক ভাইস প্রেসিডেন্ট রেইক মেকারের অনুগত সৈন্যদের অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগের জের ধরে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় এক হাজার নাগরিক মারা গেছেন। গৃহহীন হয়েছে প্রায় আট লাখ ৬০ হাজার জন।

চলমান সহিংসতা দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে জানিয়েছেন ল্যাঞ্জার। তিনি বলেন, ‘বিক্রয়কেন্দ্রগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘এ রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা ডিসেম্বরের মাঝামাঝিও কেউ ভাবতে পারেনি।’ বিপর্যয় ঠেকাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলেও যোগ করেন তিনি।

এর আগে কয়েকজন বেসামরিক লোক মালাকাল শহরের একটি গুদামে হামলা চালিয়ে ত্রাণসামগ্রী নিয়ে যায়। ল্যাঞ্জার জানান, নিতান্ত নিরুপায় হয়েই এই হামলা চালিয়েছে তারা।

গৃহহীনদের মধ্যে অনেকেই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিলেও এখনও সাত লাখ ৪০ হাজার লোক দক্ষিণ সুদানেই অবস্থান করছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সহিংসতা বন্ধে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর