thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সন্দ্বীপে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৯:৩২:০৮
সন্দ্বীপে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে শুক্রবার দুপুরে জিহাদ (৪) ও হামজা (৩) নামে দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। তারা একই এলাকার নিজামের বাড়ির মোহাম্মদ নিজাম উদ্দিন এবং মোহাম্মদ পান্নার ছেলে।

জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে বাউরিয়া ইউনিয়নের নিজামের বাড়ির পাশে মসজিদের মাঠে খেলার সময় শিশু হামজা মসজিদের পুকুরের সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এ সময় হামজাকে বাঁচাতে জিহাদ পানিতে নামলে দু’জনই পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা শিশু দু’টিকে পুকুর থেকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুর রব ফয়সাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জিহাদ ও হামজাকে অচেতন অবস্থায় এলাকাবাসীরা হাসপাতাল নিয়ে আসেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় পানিতে ডুবে এই দু’জনের মৃত্যু হয়েছে।’

(দ্য রিপোর্ট/জেএস/এসবি/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর