thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

প্রধানমন্ত্রীকে ইনকিলাব সম্পাদকের ধন্যবাদ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৭:১৯:৩১
প্রধানমন্ত্রীকে ইনকিলাব সম্পাদকের ধন্যবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক ইনকিলাবের ছাপাখানা, সার্ভারসহ অন্যান্য সরঞ্জামাদি রবিবার খুলে দিয়ে পত্রিকাটি পুনরায় প্রকাশের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। একই সঙ্গে পত্রিকাটিতে কর্মরত সব সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।

পত্রিকাটির নগর সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ইনকিলাব সম্পাদক বলেন, ‘গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় গত ১৭ জানুয়ারি থেকে আমরা পত্রিকাটির অনলাইন সংস্করণে অনুতাপ ও গভীর দুঃখ প্রকাশ করে আসছি।’

এ এম এম বাহাউদ্দীন বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের সুনামহানি হয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক ইনকিলাব এখন থেকে আরও সতর্কতা অবলম্বন করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংবিধান সমুন্নত রাখতে দৈনিক ইনকিলাব সব সময়ই অঙ্গীকারবদ্ধ।’

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/এএইচ/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর