thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে পুলিশের চিঠি

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৬:৩১:১৩
মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে পুলিশের চিঠি

চট্টগ্রাম অফিস : ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এজাহার হিসেবে গ্রহণ করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

শনিবার দুপুরে এ আবেদনটি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।

তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে এজাহার গ্রহণের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে মামলা এজাহার হিসেবে গ্রহণ করা হবে।’

১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মোট তিনটি মামলা করা হয়। এর মধ্যে দু’টি মানহানির মামলায় তাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এর মধ্যে বেশ কিছু মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর