thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মেলায় হুমায়ুন আজাদ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৭:৪৩:১৭
মেলায় হুমায়ুন আজাদ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের হত্যার বিচারের দাবিতে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবাদ সমাবেশ করেছে লেখক-প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা।

মেলার তথ্যকেন্দ্রের সামনে শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, কবি নাসির আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কবি আসলাম সানী, অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে। কিন্তু তার সৃষ্টির বিনাশ ঘটেনি। আজও আগ্রহের সঙ্গে পাঠকরা তার বই কিনে নিচ্ছে। এতেই প্রমাণিত হয় হুমায়ুন আজাদের সৃষ্টি অবিনাশী। তার চিন্তা অবিনাশী। বাঙালি সমাজে তার প্রয়োজনীতা প্রতিনিয়ত অনুভব করবেন।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর