thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ক্যামব্যাক করাই গুরুত্বপূর্ণ : সাকিব

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৭:২৬:৩১
ক্যামব্যাক করাই গুরুত্বপূর্ণ : সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা পর্ব শেষে মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব । ইতোমধ্যেই বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে মুশফিকরা। শনিবার বিকেলে ৫টায় চট্টগ্রামে পৌঁছানোর পর রবিবার ব্যাট-বল নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে ২ দলই। সকাল সাড়ে ১০টায় লঙ্কানরা, আর ২ ঘণ্টা পর অনুশীলন করেছে লাল-সবুজরা।

অনুশীলনে মাঠে নামার আগে দলের প্রস্তুতি, দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা টেস্টে অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের আত্মাহুতি দিয়েছেন বিষয়টি সবার কাছেই প্রশ্নবিদ্ধ ছিল; তাদের ব্যাটিং যে দায়িত্বহীন ছিল তা স্বীকার করতে দ্বিধাবোধ করেনি তিনি। সাকিব বলেছেন, ‘অবশ্যই অভিজ্ঞদের দায়িত্ব একটু বেশি। তাই বলে নতুন যারা এসেছে তাদের কোনো দায়িত্ব নেই তা ভাবা ঠিক হবে না।’

সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘মাঠে ১১ জন খেলবে, বাইরে ৩ জন থাকবে সবারই দায়িত্ব রয়েছে। সঙ্গে কোচিং স্টাফসহ যারা সংশ্লিষ্ট সবার সমান দায়িত্ব রয়েছে।’

টানা ২ বছর ভালো টেস্ট খেলার পর এমন হতাশাজনক হারকে কীভাবে মূল্যায়ন করবেন এবং কোন কোন জায়গায় দলের উন্নতি প্রয়োজন বলে মনে করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘সব জায়গাতেই উন্নতি প্রয়োজন সঙ্গে ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। এমন বাজে একটি সময় সবারই আসতেই পারে, একটি ম্যাচ এমন হতেই পারে। ২-১ বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা একটি দলের এমন পরাজয়। খুব অস্বাভাবিক। কিন্তু এটি সবার ক্ষেত্রেই হতে পারে। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে কামব্যাক করাটাই এখন গুরুত্বপূর্ণ। এর আগেও কিন্তু এ রকম পরিস্থিতি থেকে আমরা কামব্যাক করেছি।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর