thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

চিত্তরঞ্জন, মুনীর, দাদা ভাই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:১৩:৫৫
চিত্তরঞ্জন, মুনীর, দাদা ভাই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদা ভাই, পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ২০১৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমান সম্মত সর্বাধিক বই চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছেন ‘মাওলা ব্রাদার্স’।

২০১৫ সালে প্রকাশিত গুণমান ও শৈল্পিক বিচারে শ্রেষ্ঠ বইয়ের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে নিমফিয়া পাবলিকেশন, বেঙ্গল পাবলিকেশন্স ও পাঠসূত্র।

২০১৫ সালে প্রকাশিত গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি ময়ূরপঙ্খী।

নান্দনিক অঙ্গসজ্জার জন্য সেরা প্রকাশকনা প্রতিষ্ঠানের স্টল হিসেবে শিল্পী কাইযুম চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে সময়, মধ্যমা ও জার্নিম্যান।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর