thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

রাবিতে সিন্ডিকেট সভা চলছে

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৭:৫৮:০৭ ২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৮:২৫:০০
রাবিতে সিন্ডিকেট সভা চলছে

রাবি সংবাদদাতা : বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা ও গুলির পর জরুরি সিন্ডিকেট সভায় বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে রবিবার সন্ধ্যা ৭টায় সিন্ডিকেটের জরুরি সভা শুরু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ড. ইলিয়াস হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলবস্থা, শিক্ষার্থীদের দাবি ও ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শান্ত করতে হল বন্ধ করার সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাংবাদিকসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এসকে/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর