thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

প্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্দ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৮:১৭:২৯
প্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন চতুর্থ উপজেলা নির্বাচনে বরাদ্দকৃত প্রতীকের চেয়ে প্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক বিশেষ পরিপত্রের মাধ্যমে রবিবার এ প্রতীক বাড়ানো হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য এ প্রতীক বরাদ্দ দেয় ইসি।

চেয়ারম্যানের জন্য যে ১০টি অতিরিক্ত প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে সেগুলো হল- একতারা, ময়ূর, বাঁশি, লাটিম, হাতী, স্টিলের আলমারি, ডাব, কেটলি, গ্লাস ও রেল ইঞ্জিন।

ভাইস চেয়ারম্যান পদের জন্য যে ৫টি অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয় সেগুলো হল- দাবা বোর্ড, পানপাতা, সিংহ, ক্রিকেট ব্যাট ও ঘুড়ি।

মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত প্রতীকগুলো হল- টিফিন ক্যারিয়ার, মূলা, ফ্ল্যাক্স, তবলা ও সুটকেস।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর