thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মিরসরাইয়ে আ’লীগ কর্মীকে হত্যার চেষ্টা

২০১৬ ফেব্রুয়ারি ২৯ ১০:৫৪:০৫
মিরসরাইয়ে আ’লীগ কর্মীকে হত্যার চেষ্টা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদার দাবিতে উপজেলা আওয়ামী লীগের কর্মী শামসুল আলম দিদারকে (২৭) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে শামসুল আলম দিদার ওই এলাকায় নিজের নির্মাণাধীন ফিলিং স্টেশন পরিদর্শনে গেলে এলাকার সন্ত্রাসী একরাম (২৮) ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শামসুল আলম দিদারের মাথার পেছনে, ডান হাতে ও বুকে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মাস্তান নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামসুল আলমের বড় ভাই রেজাউল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে একরাম ও তার সহযোগীরা তার ভাই দিদারের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। শামসুল চাঁদা দিতে অস্বীকার করলে রবিবার রাতে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ অলিউল দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা ঘটনাস্থল ও মাস্তান নগর হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছি। আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর জড়িতদের গ্রেফতার করা হবে।’

(দ্য রিপোর্ট/এসএম/এনআই/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর