thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

মিয়ানমারে রোহিঙ্গা সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৯:০২
মিয়ানমারে রোহিঙ্গা সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার চালানোয় পুলিশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির এক সংসদ সদস্যর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন্দ্রীয় সরকার। খবর বার্মা টাইমসের।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম মিয়ানমারের বুথিদং এলাকার সাংসদ শিউ মংয়ের বিরুদ্ধে রবিবার নাইপিদয় থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গা মুসলিমদের বাসস্থানে আগুন দেওয়াসহ নানা অত্যাচারে পুলিশের সঙ্গে জড়িত ছিলেন।

এই প্রথম দেশটিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধ ধর্মাবলম্বী উগ্রবাদীদের হামলার ঘটনায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল।

প্রসঙ্গত, দেশটির রাখাইন প্রদেশে ২০১২ সালের জুনে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধভিক্ষুদের মধ্যে দাঙ্গা বাঁধে। এ ঘটনায় প্রচুর রোহিঙ্গা মুসলিম নিহত ও গৃহহীন হয়। এখন পর্যন্ত প্রায়ই উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে। বিভিন্ন সময় এ ঘটনায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র এ ঘটনার প্রকৃত তদন্ত এবং রোহিঙ্গা শিবিরে মানবিক ত্রাণ পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছে।

তবে দেশটির সরকার বরাবরই এ ঘটনা অস্বীকার করে আসছে। কিন্তু সাংসদ মংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দাঙ্গার সঙ্গে সরকারের সম্পৃক্ততারই প্রমাণ দিল।

(দ্য রিপোর্ট/এসকে/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর