thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:২০:০১
ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে টঙ্গী স্টেশনে টাঙ্গাইলগামী ট্রেনের নিচে পড়ে আব্দুর বারেক (৫২) নামে এক ব্যক্তি নিহত হন। রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

আব্দুর বারেকের আত্মীয় মো. দুলাল মিয়া জানান, রবিবার দুপুরে প্রচণ্ড ভিড়ে ট্রেনে উঠার সময় ট্রেনের নিচে পড়ে তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার বাম পায়ে ও মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় ইজতেমার অপর দুই মুসল্লি, জসিমউদ্দিন ও আলমগীর হোসেন তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

আহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের রসুলপুর গ্রামে। তিনি বাড়িতে ব্যবসা করতেন।

১০৩নং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার জালালউদ্দিন রুমি জানান, সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর