thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সৈকত-শহীদের বোলিংয়ে জয়ী ঢাকা মেট্রো

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:১২:০৭
সৈকত-শহীদের বোলিংয়ে জয়ী ঢাকা মেট্রো

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের ৩টি ম্যাচের রেজাল্ট হয়েছে শেষদিনে। একটি রেজাল্ট অবশ্য তৃতীয় দিনেই চলে এসেছ্। ওই ম্যাচে রাজশাহী হারিয়েছে সিলেট বিভাগকে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচে জয় পেয়েছে ঢাকা। অন্যদিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-বরিশালের ম্যাচ ড্র হয়েছে। আর তৃতীয় ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা-রংপুর বিভাগের ম্যাচে জয় পেয়েছে ঢাকা বিভাগ।

ঢাকা মেট্রোর জয়ের কান্ডারি মূলত ২ বোলার। শহীদ ও সৈকত আলী ২ জন মিলে ২ ইনিংস নিয়েছেন ২০ উইকেটের মধ্যে ৯টি। তাদের বোলিংয়ে চতুর্থ দিনে ১৯৫ রানেই অল-আউট হয়েছে চট্টগ্রাম বিভাগ।

খুলনা-বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটিও ড্র হয়েছে। ২ উইকেটে ২৩ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করেছিল খুলনা। রবিবার আরও ৯৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে। দিনের বাকি সময় খেলা না হওয়ায় ড্র মেনে নিয়েছে ২ দল। খুলনা বিভাগের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক শামসুর রহমান ৩৪ এবং ইফতেখার নাঈম ৩৯।

দিনের অন্য ম্যাচে রংপুর বিভাগকে ১০ উইকেটে পরাজিত করেছে ঢাকা বিভাগ। রংপুর প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছে। তৃতীয় দিনে ৭ উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল ১৯০ রান। কিন্তু তানভীর হায়দারের অপরাজিত ৯৫ এবং আরিফুল হকের হার না মানা ৯৮ রানে মূলত দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান করতে সমর্থ হয়েছে রংপুর। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের ৬১৬ রানের জবাবে ফলোঅনে পড়েছে রংপুর বিভাগ। ২ ইনিংস মিলে রংপুরের রান হয়েছে ৩১৫ ও ৩০৯। তাই ঢাকার সামনে টার্গেট দাঁড়িয়েছিল ৯ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই গন্তব্যে পৌঁছেছে ঢাকা।

ঢাকা-রংপুর বিভাগ (সংক্ষিপ্ত স্কোর)

ঢাকা বিভাগ : প্রথম ইনিংস ৬১৬ ও দ্বিতীয় ইনিংস : ৯/০

রংপুর বিভাগ : প্রথম ইনিংস ৩১৫ ও ৩০৯ (তানভীর হায়দার ৯৫, আরিফুল হক ৯৮*)

ফল : ঢাকা বিভাগ ১০ রানে জয়ী

ম্যাচসেরা : শরিফ (ঢাকা বিভাগ)।

ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগ (সংক্ষিপ্ত স্কোর)

ঢাকা-মেট্রো বিভাগ : প্রথম ইনিংস ২২১ ও দ্বিতীয় ইনিংস : ২৮৯

চট্টগ্রাম বিভাগ : প্রথম ইনিংস ১৯৫ ও ১৮৮ (নাফিস ইকবাল ৬৮, ফয়সাল হোসেন ডিকেন্স ৪৯*)

ফল : ঢাকা-মেট্রো ১২৭ রানে জয়ী।

ম্যাচসেরা : শহীদ (ঢাকা-মেট্রো বিভাগ)

খুলনা-বরিশাল বিভাগ (সংক্ষিপ্ত স্কোর)

খুলনা বিভাগ : প্রথম ইনিংস ৩৫৭ ও দ্বিতীয় ইনিংস : ১১৪

বরিশাল বিভাগ : প্রথম ইনিংস ২৫২ ও ১২২ (সালমান হোসেন ৩৪ , ইফতেকার নাঈম ৩৯)

ফল : ড্র

ম্যাচসেরা : কামরুল ইসলাম (বরিশাল বিভাগ)

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/ এনআই/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর