thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মিলিটারি সেতুর গার্ডার ধস : নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

২০১৬ মার্চ ০১ ১৩:২০:৪১
মিলিটারি সেতুর গার্ডার ধস : নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস : জেলার বোয়ালখালীর মিলিটারি সেতুর গার্ডার ধসে নিখোঁজ শ্রমিক আবুল হাশেমের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন তার লাশ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।

বোয়ালখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী নিখোঁজ হাশেমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রবিবার বিকেল ৫টার দিকে পুরনো এ সেতুটি ভাঙার কাজ করার সময় হঠাৎ বিশাল গার্ডার ভেঙে পড়ে খালের পানিতে পড়ে যান শ্রমিক হাশেম। তিনি লোহাকাটা শ্রমিক লীগের সদস্য বলে জানান চট্টগ্রাম মহানগর বায়োজিদ থানা শ্রমিক লীগের সভাপতি বাদশা।

তিনি আরও জানান, নিখোঁজ হাশেম নওগাঁ সদর উপজেলার চকনদীকুল গ্রামের আবদুল গফুরের ছেলে। গত ১৫ দিন আগে নাছির মাঝির অধীনে সেতু ভাঙার কাজে যোগ দিয়েছিল।

দুর্ঘটনার সময় হাশেমের সঙ্গে থাকা সহকর্মী শরীফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাশেমসহ ৯ জন শ্রমিক পুরনো সেতুটির গার্ডার ভাঙার কাজ করছিলাম। হাশেম তখন দক্ষিণ প্রান্তে ছিল। এ সময় বোয়ালখালী খালে জোয়ারের স্রোতও ছিল বেশি। বিকেলে হঠাৎ বিকট শব্দে গার্ডার ধসে খালে পড়ে যায়। আমরা আটজন উঠে আসলেও হাশেম উঠে আসতে পারেনি। ধারণা করছি, হাশেম ধসে পড়া গার্ডারের নিচে চাপা পড়ে আছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/সা/মার্চ ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর