thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীর মাইলস্টোন কলেজে অগ্নিকাণ্ড, আহত ১

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:৪০:৫২
রাজধানীর মাইলস্টোন কলেজে অগ্নিকাণ্ড, আহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহ জালাল জোনাক (১৮) নামে এক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। রবিবার বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শিক্ষার্থীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা আক্তার দ্য রিপোর্টকে জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ১১তলা ভবনের ৯ তলায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে ওই ক্যাম্পাসের প্রায় লাখ টাকার আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর