thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দলে ডাক পাচ্ছেন মুক্তার আলী ও ছাব্বির রহমান

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:৫২:৪২
দলে ডাক পাচ্ছেন মুক্তার আলী ও ছাব্বির রহমান

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টোয়েন্টি২০ ম্যাচে ডাক পেতে পারেন ব্যাটসম্যান ছাব্বির রহমান ও পেস বোলার মুক্তার আলী । ১২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ।

ছাব্বির ও মুক্তারের দলে জায়গা পাওয়ার ব্যাপারে ক্রিকইনফো জানিয়েছে, গত বছর এ ফরম্যাটের ক্রিকেটে ভালো পারফরমেন্স ছিল মুক্তার ও ছাব্বিরের ।’ ক্রিকইনফো আরও জানিয়েছে, ‘নির্বাচকরা আগামী মার্চে অনুষ্ঠিত টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটের ক্রিকেটের জন্য নতুন মুখের সন্ধান করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেটবোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘৩ ফেব্রয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে তা নিয়েই ব্যস্ত আছি। টেস্টের তৃতীয় দিন হয়তো টোয়েন্টি২০ দল ঘোষণা করা হতে পারে।’

ক্রিকইনফো সূত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘তারা কিভাবে নিউজ করেছে তা আমি জানি না। আমরা এমন কোনো তথ্য দেইনি। দল ঘোষণার পরই জানা যাবে কারা দলে সুযোগ পাবে।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/ এনআই/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর