thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিনামূল্যে হকিতে টার্ফ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২০:০২:৫৩
বিনামূল্যে হকিতে টার্ফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৪০ বাই ৪০ মিটারের স্যান্ড ফিল্ড টার্ফ। টার্ফটির বিশেষত্ব হচ্ছে এটির রক্ষণাবেক্ষণের খুব একটা ঝামেলা নেই। এই টার্ফে হকির পাশাপাশি খেলা যাবে ফুটবল ও ক্রিকেটও। বাংলাদেশ হকির অগ্রগতির স্বীকৃতি হিসেবে এটি বিনামূল্যে প্রদান করছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। রবিবার অলিম্পিক অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে এফআইএইচের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে।

খুশি হওয়ার কিছু নেই, ৪০ বাই ৪০ মিটারের স্যান্ড ফিল্ড টার্ফ ফ্রি মিললেও মূল টার্ফটির জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে গুণতে হবে প্রায় ৭৫ হাজার ডলার। এ টার্ফের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দিচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার। এফআইএইচ দিচ্ছে ৭৫ হাজার ডলার। বাকি ২৫ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে বাংলাদেশ হকি ফেডারেশনকে।

২ দিনের বাংলাদেশ সফরে স্কুল হকি প্রতিযোগিতা উদ্বোধন করতে এলেও টার্ফ প্রদানের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে স্থানীয় ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন নেগ্রে। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এ টার্ফ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে জানিয়েছেন তিনি। আর বিনামূল্যে ছোট টার্ফটি দিচ্ছেন নেগ্রের বন্ধু স্টিভেন ইফেন। স্টিভেন ইফেনকে সঙ্গে নিয়েই বাংলাদেশ সফরে এসেছেন নেগ্রে।

সংবাদ সম্মেলনে স্টিভেন বলেছেন, ’নেগ্রের অনুরোধেই আমার এখানে আসা। তিনি দেশের হকি নিয়ে খুব আশাবাদী। আমিও এসে মনে করছি দেশের হকির ভবিষ্যত ভালো। এ জন্য আমার কোম্পানি (এসটিআই) থেকে একটি টার্ফ দিচ্ছি বাংলাদেশে।

এক বছর আগেই বাংলাদেশে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। রবিবার অলিম্পিক অ্যাসোসিয়েশনে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন। ওই সফরের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এ প্রতিশ্রুতির একটি হচ্ছে টার্ফ। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ পরিষ্কারভাবেই বলেছেন, ’টার্ফের বিষয়ে এখন আর সমস্যা নেই। এফআইএইচ সভাপতির সামনে ক্রীড়া প্রতিমন্ত্রী আর্থিক ও অনার্থিক সার্বিক সাহায্যের নিশ্চয়তা দিয়েছেন।’

গতবার বাংলাদেশে ভারত-পাকিস্তানের একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা বলেছিলেন। সেই কথাটিও স্পষ্ট মনে আছে বিশ্ব হকির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটির, ‘ভারত যেকোনো সময় খেলতে রাজি। পাকিস্তানের ফেডারেশনের নির্বাচনের কারণে একটু সমস্যা। আশা করি, নতুন টার্ফে খেলা বাংলাদেশকে নিয়েই ভারত-পাকিস্তানের ম্যাচ হবে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর