thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিউজিল্যান্ডের হুঙ্কার, ভারতের জবাব

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২০:৪৭:৫৯
নিউজিল্যান্ডের হুঙ্কার, ভারতের জবাব

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত যেভাবে অনুশীলন ম্যাচ খেলছে; তাতে টেস্টে মোক্ষম জবাব দেওয়ার প্রস্তুতির কথাই জানাচ্ছে। অথচ ওয়ান ডে সিরিজে ভারতের ৪-০ হারের রেশ কাটেনি৷ সঙ্গে সুযোগ বুঝে টেস্ট সিরিজের জন্য ভারতকে হুঙ্কার দেওয়া শুরু নিউজিল্যান্ড কোচ মাইক হেসন৷

ওয়ান ডে সিরিজে শর্ট বলে বাজিমাত করেছেন নিউজিল্যান্ড পেসাররা৷ টেস্টেও সেই একই অস্ত্রে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানিকে শেষ করার স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ড কোচ৷ হেসনের বলেছেন, ‘যদি কন্ডিশন একই থাকে, তবে আমরা অবশ্যই শর্ট বল ব্যবহার করব৷' তিনি আরও যুক্ত করেছেন, 'আমার মনে হয় না ইডেন পার্কে গ্রিনটপ হবে৷ আমি কোনো মাঠকর্মীকে ফোন করিনি বা নির্দেশ দেইনি৷ কারণ নিউজিল্যান্ড বোর্ড জানে আমরা কী ধরনের উইকেটে খেলতে পছন্দ করি৷’ তিনি এক প্রশ্নে উত্তরে বলেছেন, হেসনের সরল স্বীকারোক্তি, 'ভারতের পেসাররাও বেশ ভালো৷ তাই ঝুঁকি হয়ে যেতে পারে৷’

টেস্টের গেমপ্ল্যান সম্পর্কে কোচ বলেছেন, 'সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানদের বিপক্ষে বোলারদের নিজেদের স্বাভাবিক লেংথে বোলিং করতে বলব৷' এর আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বিপক্ষে স্টাম্পের বাইরের বলে খেলতে বাধ্য করেই উইকেট এসেছে৷ হেসনের দাবি, 'আমরা শেষবার যখন ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে খেলেছিলাম, তখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের এভাবেই খেলতে বাধ্য করেছিলাম আর আউট করেছিলাম৷ এ বারও সেই চেষ্টাই চালিয়ে যাব৷'

রবিবার থেকে হোয়াঙ্গারেই-এ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২দিনের অনুশীলন ম্যাচ খেলছে ভারত৷ টেস্টের আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ৷ সেখানে দারুণ সূচনা করেছে ভারত। তাদের বোলারদের আত্মবিশ্বাসী বোলিং করেছেন। নিউজিল্যান্ড অলআউট না হলেও ২৬৪ রানে ইনিংস ঘোষণা করেছে। ভারতের পক্ষে ঈশ্বর পান্ডে ৩টি এবং ইশান্ত-আশ্বিন ২টি করে উইকেট নিয়েছেন। ভারত জবাব দিতে নেমে তুলেছে বিনা উইকেটে ৪১ রান।

নিউজিল্যান্ডে ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত৷ প্রথমটা ৬-১০ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে, পরেরটা ১৪-১৮ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে৷

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/সা/জানুয়ারি)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর