thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

 

চট্টগ্রামে যুবদল নেতাকে কুপিয়ে আহত

২০১৬ মার্চ ০২ ২০:১২:৫০
চট্টগ্রামে যুবদল নেতাকে কুপিয়ে আহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ তারা গেট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগর যুবদল নেতা জাফর আহমদ খোকনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

গুরুতর আহত জাফর আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার জন্য এলাকার চিহ্নিত যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়ী করে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহেদ জানান, দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন জাফর আহমেদ। এ সময় ২০-২৫ সন্ত্রাসী অতর্কিত তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।

তিনি জানান, জাফর মহানগর যুবদলের সদস্য। রাজনীতিতে সক্রিয় থাকায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েজিদ শেরশাহ তারা গেট এলাকায় যুবদল নেতা জাফরের ‘ভাই ভাই স্টোর’ নামে একটি রড সিমেন্ট বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। তার সঙ্গে জমি-জমা নিয়ে স্থানীয় একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা গেটে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা শুনেছি। পুলিশ সেখানে গেছে। এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএআর/সা/মার্চ ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর