thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে স্বামীর নির্যাতনে স্ত্রী গুরুতর আহত

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২২:৫৯:৩১
রাজধানীতে স্বামীর নির্যাতনে স্ত্রী গুরুতর আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগে স্বামীর নির্যাতনে আলো বেগম (৩০) নামে এক গৃহবধূর গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার স্বামীর নাম শহীদুল খান। মিরপুরের উত্তর পীরেরবাগ কালভার্ট রোডে তারা থাকেন।

নির্যাতিত আলো বেগম দ্য রিপোর্টকে জানান, ‘৮ মাস আগে শহীদুলের সঙ্গে আমার বিয়ে হয়। আমি শেওড়াপাড়ায় সানিন লিমিটেড নামে একটি গার্মেন্টে চাকরি করি। আমার আগে একবার বিয়ে হয়েছিল। সেটা ছাড়াছাড়ি হওয়ার পরে শহীদুলের সঙ্গে আমার বিয়ে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আগে জানতাম না যে শহীদুল মাদকসেবী। মাদকসেবনের পাশাপাশি সে ফুটপাতে চাঁদাবাজি করে। প্রায়ই আমার কাছ থেকে টাকা নিয়ে সে মাদক সেবন করে। এটা বলায় আমাকে মারধর করত। শনিবার দুপুর থেকে আমাকে বাসায় আটকে রাখে এবং জোড়ে ক্যাসেট প্লেয়ার ছেড়ে মারধর করে। শেষে ছুড়ি গরম করে আমার মুখে গালে হাতে এবং যৌনাঙ্গে ছ্যাঁকা দেয়। তারপর বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়।’

রবিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘটনাটি জেনে নির্যাতিতের বড় ভাই আইনুল হককে খবর দেয়। পরে তার ভাই এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খালেক আহমেদ দ্য রিপোর্টকে জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এ জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মিরপুর থানার ডিউটি অফিসার রেজাউল করিম দ্য রিপোর্টকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর