thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

জুতা নিয়ে কথা কাটাকাটির জেরে শারজায় ২ বাংলাদেশি নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০৪:৩২:৪৭
জুতা নিয়ে কথা কাটাকাটির জেরে শারজায় ২ বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : এক জোড়া জুতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে শারজায় দুই বাংলদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। শহরের এক নম্বর শিল্পাঞ্চলের বাংলাদেশি শ্রমিকদের বাসস্থানে শনিবার এ ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, একজন শ্রমিক জুতা পায়ে দিলে অন্যজন তা নিজের বলে দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে একজন অন্যজনের বুকে আঘাত করেন।

এ সময় উপস্থিত অন্য তিনজনও ছুরি দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। এ ঘটনায় দুজন নিহত এবং অপর তিনজন আহত হয়। আহতদের স্থানীয় আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

পত্রিকাটি নিহত ও আহত কারো পরিচয়ই জানায়নি।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর