thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

২০১৬ মার্চ ০৭ ১৩:৪৭:৫৯
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম অফিস : জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ইছাখালী এলাকায় রবিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।

দেলোয়ার হোসেন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব রাইখালী এলাকার বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ইছাখালী ব্রিকফিল্ড এলাকা থেকে দেলোয়ার হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য স্থানে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএসটি/এনআই/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর