thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রোনালদোর লালকার্ড, রিয়ালের ড্র

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৬:১৫:৪৫
রোনালদোর লালকার্ড, রিয়ালের ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে শুধু ড্রই করেনি রিয়াল মাদ্রিদ; ওই ম্যাচে লালকার্ড দেখেছেন ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিলবাওয়ের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে দারুণ নাটকীতায় রূপ নিয়েছে খেলা। যদিও ৬৫ মিনিটে এগিয়েছে রিয়াল। গোল করেছেন জেসি রুদ্রিগজে।

এগিয়ে গেলেও ৭৫ মিনিটে বিষাদের ছায়া নেমেছিল রিয়ালে। কারণ লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন রোনালদো। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের গুরপেজির মুখে হাত লেগেছিল পর্তুগিজ উইঙ্গারের। কিন্তু গুরপেজি মাঠে এমনভাবে লুটিয়ে পড়েছিলেন; তাতে কোনো ধরনের বাছ-বিচার ছাড়াই রোনালদোকে সরাসরি লালকার্ড প্রদর্শন করেছেন রেফারি।

তবে ১০ জনের দল নিয়ে দারুণ খেললেও ৭৩ মিনিটে একটি গোল করে রিয়ালের পয়েন্টে আগেই ভাগ বসিয়ে ছিল বিলবাও। পয়েন্ট পেয়ে বিলবাও খুশি হলেও বিষণ্ন বদনেই মাঠ ছেড়েছে রিয়ালের ফুটবলাররা।

এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা। তাদের সংগ্রহ ৫৭। আর বার্সেলোনার ৫৪ পয়েন্ট (দ্বিতীয়)। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/এএইচ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর