thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ওয়ানডে-টোয়েন্টি২০র দল ঘোষণা শ্রীলঙ্কার

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৭:০২:০৪
ওয়ানডে-টোয়েন্টি২০র দল ঘোষণা শ্রীলঙ্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে ওয়নাডে ও টোয়েন্টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে সফরকারী শ্রীলঙ্কা। আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে দ্বিতীয়টি হবে ১৪ ফেব্রুয়ারি। টোয়েন্টি২০র পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি।

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না জয়াবর্ধনে ও হেরাথ। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ২ ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। ডাক পেয়েছেন আগের ২টি ওয়ানডে খেলা স্পিনার অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরা। টোয়েন্টি২০ স্কোয়াডেও রয়েছেন পেরেরা।

শ্রীলঙ্কার ওয়ানডে দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, কৌশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, কিথুরুয়ান ভিথানাগে, আশান প্রিয়াঞ্জন, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, সেক্কুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস ও অ্যাঞ্জেলো পেরেরা।

শ্রীলঙ্কার টোয়েন্টি২০ দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, দিলশান, কৌশল, সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ম্যাথুস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, কুলাসেকারা, লাকমল, সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, হেরাথ ও সেক্কুগে প্রসন্ন।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/ আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর