thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৭:৩০:৩২
রাবির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবারের ঘটনায় মতিহার থানায় দুটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক ও পুলিশ বাদী হয়ে সোমবার এ মামলা দুটি করে।

মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নূর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান পুলিশের এই কর্মকর্তা। রবিবার আটক একজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর