thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুবির গণিত বিভাগের বিদায় সংবর্ধনা

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৭:৩২:৫৯
কুবির গণিত বিভাগের বিদায় সংবর্ধনা

কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিভাগের অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের শিক্ষক মো. আনোয়ার হোসেন, খলিফা মোহাম্মাদ হেলাল ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী।

অনুষ্ঠান সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মাহবুব। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বিতীয় ব্যাচের ছাত্র ফখরুল পারভেজ ও গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।

সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর