thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

৫ সচিব পদে রদবদল

আলতাফ রাষ্ট্রপতির কার্যালয়, মনজুর স্থানীয় সরকার বিভাগে

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৮:১৬:৫৮
আলতাফ রাষ্ট্রপতির কার্যালয়, মনজুর স্থানীয় সরকার বিভাগে

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে পাঁচ সচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর