thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মানসিক চাপে রাখার হুঙ্কার শ্রীলঙ্কার

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৯:১৩:২৫
মানসিক চাপে রাখার হুঙ্কার শ্রীলঙ্কার

দ্য রিপোর্ট, চট্টগ্রাম : সিরিজে এগিয়ে থাকার মজাটাই আলাদা। ফ্রন্টফুটে থেকে নিজ দলকে জাহির করার সুযোগ থাকে। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ; তখন অনেক কথাই বলার সুযোগ রাখেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস।

ঢাকা টেস্টে বড় জয়ও তার মাথায় নেই! শুধুই ভাবছেন চট্টগ্রাম নিয়ে। কারণ তার জানা এখানে বাংলাদেশের রেকর্ড ভালো। তাই সোমবার প্রকাশ্যে বলেছেন, ‘এ ম্যাচের মানসিক প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। ঠিক আমরা যেভাবে প্রথম টেস্ট খেলেছি; ওভাবে খেলতে পারলে জয় আমাদের সুনিশ্চিত।’ পরক্ষণেই স্বীকার করেছেন, ‘এটা নতুন উইকেট; তার মানে নতুন করেই শুরু করতে হবে।’

বড় জয় দিয়ে ঢাকা পর্ব শেষ করেছে সফরকারীরা। চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। ঢাকা টেস্ট জিতে মানসিকভাবে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টকে সামনে রেখে সোমবার কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ২-০ তে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুকার শ্রীলঙ্কান অধিনায়কের মুখে।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হোম কন্ডিশনে বাংলাদেশ ভালো দল এবং দলটি যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। তাদের সে ক্ষমতা রয়েছে।’ বাংলাদেশ ভালো খেলার ক্ষমতা রাখে; এ ব্যাপারটি স্বীকার করেই ম্যাথুস বলেছেন, ‘শেষ ম্যাচটি আমাদের ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। কেননা ওরা নিজেদের মাঠে অবশ্যই জিততে চাইবে। কারণ বাংলাদেশ শুধুই হারবে এমনটা বলার অবকাশ নেই। তারা কঠিন প্রতিপক্ষ হিসেবে এখানে ফিরে আসার ক্ষমতা রাখে। আমরা সে ধরণের প্রতিরোধ আশা করছি। নিজ মাটিতে তারা অবশই চেষ্টা করবে ভালো খেলার। তারা এমন কী জয়ের জন্য চেষ্টা করতে পারে।’

ঢাকা টেস্ট সাড়ে ৩ দিনে সমাপ্তি হয়েছে। চট্টগ্রামেও সেই ধারাবাহিকতা ধরে রাখার ঘোষণা দিয়েছেন ম্যাথুস। বলেছেন, ‘ঢাকা টেস্টে দল ভাল করেছে। দলের সবাই পারফর্ম করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছে। চট্টগ্রাম টেস্টেও সেই অ্যাপ্রোচ ধরে রাখতে চাই।’

চট্টগ্রাম টেস্ট মিস করছেন রঙ্গনা হেরাথ। তার পরিবর্তে বোলার অজান্তা মেন্ডিস খেলছেন। সঙ্গে সামিন্দা ইরাঙ্গা ইনজুরি আক্রান্ত। তাদের সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘তারা কিছুটা ইনজুরিতে ভুগছেন। তবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল (মঙ্গলবার) সকালে।’ তারা না খেললেও দলের শক্তিতে বিন্দুমাত্র হেরফের হবে না বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘ওরা ভালো খেলোয়াড়। ওরা ছাড়াও আমাদের সাইডবেঞ্চে আরও কিছু ভালোমানের বোলার আছে। আমি নিশ্চিত তারা সুযোগ পেলে নিজেদের যথার্থ প্রমাণ দেবে।’

তাছাড়া দলে মেন্ডিসের মত বোলার রয়েছে। মেন্ডিস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সবার ক্যারিয়ারে খারাপ সময় আসে। ওরও এসেছিল। এখন ফর্মে আছে। দলে সুযোগ পেলে নিজেকে যথার্থ ভাবে প্রমাণ করার সামর্থ রয়েছে তার।’

ঢাকার উইকেটে রানের বন্যায় ভাসিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এবার কেমন উইকেট হচ্ছে সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই লুফে নিলেন তিনি। উত্তরে বললেন, ‘ভালো উইকেট। তবে ঢাকার উইকেট থেকে একটু আলাদা। ঢাকায় যেমন বাউন্স ছিল এখানে তেমনটা হবে না। একটু স্লো বাউন্স হবে হয়ত। আশাকরি ব্যাটসম্যানরা এখানে ভালো করতে পারবে। একই সঙ্গে বোলাররাও। আমার মনে হয়, টেস্টে প্রথম ২দিন চুটিয়ে ব্যাটিং করা যাবে।’

(দ্য রিপোর্ট/আরআই/এএস/সিজি/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর