thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কলকাতা বইমেলায় ফেলানী

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৯:২১:৩০
কলকাতা বইমেলায় ফেলানী

কলকাতা প্রতিনিধি : কলকাতার ৩৮তম আন্তর্জাতিক বইমেলার লিটল ম্যাগাজিনে প্রচার করা হচ্ছে বাংলাদেশের ফেলানী হত্যার নির্মম উদাহরণ। এ রকম ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য সেখানে ব্যানারে ফেলানী হত্যার ছবি ও তার কাহিনী তুলে ধরে চালানো হচ্ছে স্বাক্ষর সংগ্রহ অভিযান।

লিটল ম্যাগাজিনে দেওয়া একটি বইয়ের স্টল ‘তবু বাংলার মুখ’পত্রিকার সম্পাদক অসিত রায়ের প্রচেষ্টায় বইমেলায় প্রচার করা হচ্ছে ফেলানী হত্যাসহ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ দ্বারা নির্মম হত্যাকাণ্ডের বিবরণী।

অসিত রায় বলেন, ফেলানী হত্যার মত একটি অমানবিক হত্যার ধারা যাতে বন্ধ করা হয়, তার জন্য আমাদের কর্মীদের নিয়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করছি। আমরা স্বাক্ষর সংগ্রহ শেষে এটি কলকাতার বিএসএফের সদর দফতরে জমা দেব ও এর তীব্র প্রতিবাদ জানাব।

(দ্য রিপোর্ট/এসএম/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর