thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চবিতে শিবির নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৯:২২:৪০
চবিতে শিবির নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে নাজিম উদ্দিন মাহমুদুল হাসান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতাকে পিটিয়েছে ছাত্রলীগের কয়েকজন কর্মী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

চবি প্রক্টর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ দ্য রিপোর্টকে বলেন, সমাজতত্ত্বের চতুর্থ বর্ষের মাহমুদুল হাসানের ওপর পেছন থেকে অতকির্ত হামলা করা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে সুস্পষ্টভাবে জানা যায়নি, বলেন তিনি।

চবি শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দিন মাহমুদুল হাসানকে পেছন থেকে অতর্কিত হামলা করেছে। এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চবি ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল করিম জনি বলেন, শিবিরের কিছু কর্মী নতুন বর্ষের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করতে গেলে সাধারণ ছাত্ররা প্রতিহত করে, এতে ছাত্রলীগ জড়িত নয়।

প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, আহতকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএম/এএস/এনআই/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর