thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গণতন্ত্রের অগ্রযাত্রায় ঢাবির ভূমিকা অগ্রগণ্য : উপাচার্য

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২১:১২:২২
গণতন্ত্রের অগ্রযাত্রায় ঢাবির ভূমিকা অগ্রগণ্য : উপাচার্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতন্ত্রের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূমিকা অগ্রগণ্য বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী স্মারক বক্তৃতা’ শীর্ষক অনুষ্ঠানে সোমবার তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, ‘অধ্যাপক চৌধুরীর কর্মজীবন সংক্ষিপ্ত হলেও বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অসাধারণ।’

গণতন্ত্রের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ সব কথা বলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘The State of Democracy in Bangladesh’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. রওনক জাহান। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরীর ছেলে ড. ইফতেখার আহমদ চৌধুরী।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর