thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবির ঘটনার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২২:১১:১০
রাবির ঘটনার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিবেদক : বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলম সজিব ও ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেরাব আজাদ প্রমুখ। এ সময় রাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে প্রশাসনকে সতর্ক করেন তারা।

(দ্য রিপোর্ট/এলআরএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৩,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর