thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

৯৮ উপজেলায় ১২৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২২:১৮:৩৩
৯৮ উপজেলায় ১২৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্বে ৯৮ উপজেলায় ১২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৬৭৯ জন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫১৩ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯৮ উপজেলায় যে ৪০৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তার মধ্যে চেয়ারম্যান ২৩৬জন, ভাইস-চেয়ারম্যান ১২৬ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪৫ জন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯৮ উপজেলার মধ্যে তিন উপজেলায় তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ও শরিয়তপুরের জাজিরা উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান এবং সিরাজগঞ্জের কালিপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার এ সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/সা/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর