thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, আটক ৫

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২২:৫৬:৪৪
রাজধানীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, আটক ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর এবং খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন- মো. আশিকুর রহমান (২৩), মো. ইদ্রিস মিয়া (২৩), মো. সিরাজুল ইসলাম ওরফে প্রিন্স (৩২), মো. হাসানুজ্জামান (২৯) ও শেখ ইমরুল হোসেন তুষার (৩৪)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাত ১২টা থেকে শুরু করে সোমবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস) রায়হান উদ্দিন খান জানান, অবৈধ ভিওআইপি ব্যবসা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-২ এর একটি অভিযানিক দল। অভিযান চালিয়ে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ৯ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির সপ্তম তলা, মিরপুরের বড়বাগ পপুলার হাউজিং-এর ৬/৩ নম্বর বাড়ির পঞ্চমতলা ও মিরপুরের দক্ষিণ মনিপুরের ৪৪০/বি নম্বর বাড়ির পঞ্চম তলা ও কাফরুলের ২৬২ সেনপাড়া পর্বতা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধার করা এ সরঞ্জামের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর