thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রানা হত্যাকাণ্ড

আরেক আসামি তানভীর গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ০১:০৩:০০
আরেক আসামি তানভীর গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান রানা হত্যা মামলায় আরেক আসামি তানভীরকে (২৪) গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

চট্টগ্রাম শহর থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে তানভীরকে পুলিশ গ্রেফতার করে। তাকে ঢাকায় আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে এ মামলায় মশিউর রহমান ওরফে রিপন, শামসুল আহসান ও জামাল হোসেনকে গ্রেফতার করে রমনা থানার পুলিশ। তাদের গত রবিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল করিম প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার মগবাজারে মাহবুবুর রহমান খুন হন।

(দ্য রিপোর্ট/এনইউডি-এএইচএ/এমডি/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর