thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

রাবির এ, সি এবং জি ইউনিটের ফল প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ০১:৫৬:৩২
রাবির এ, সি এবং জি ইউনিটের ফল প্রকাশ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এ, সি এবং জি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এই তিন অনুষদের ডীনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

কলা অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল হাই তালুকদার বলেন, কলা অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে ৪ হাজার জনকে উত্তীর্ণ করা হয়েছে। পরীক্ষার ফল ডিন কমপ্লেক্সে নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (admission.ru.ac.bd) জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আমিনুল ইসলাম জানান, ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফল ডিন কমপ্লেক্সের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (admission.ru.ac.bd) জানা যাবে।

তিনি আরও বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় কৃষি অনুষদের দ্বিতীয় তলায় কার্যালয়ে ডাকা হয়েছে।

এ ছাড়াও বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের জোড় ও বিজোড় গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে প্রথম ৬০০ জনের নাম মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে।

মেধা তালিকা সাক্ষাতকারের তারিখ ও সময় অতি শিগগিরই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (admission.ru.ac.bd) জানা যাবে। উভয় গ্রুপ থেকে অপেক্ষমাণ তালিকায় ৪০০ জনের নাম প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এমডি/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর