thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ম্যানসিটিকে হারের স্বাদ দিল চেলসি

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১১:০০:৪১
ম্যানসিটিকে হারের স্বাদ দিল চেলসি

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। কিন্তু হোসে মরিনহোর চেলসির বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা। ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারের স্বাদ দিয়েছে চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে চলতি মৌসুমে ১৫টি ম্যাচ খেলেছে ম্যানসিটি। এর মধ্যে তারা শুধু হেরেছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্য়ান মিউনিখের কাছে। দীর্ঘদিন পর তাদের নিজেদের মাঠে পরাজিত করেছে চেলসি।

শুধু ঘরের মাঠে হারই নয়; ২০১০ সালের পর এই প্রথম ইতিহাদে গোলের দেখা পায়নি ম্যানসিটি। এ সময়ের মধ্যে ৬১ ম্যাচ খেলেছে তারা।

প্রথমার্ধে এগিয়ে গেছে চেলসি। খেলার ৩২ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠিয়েছে সফরকারীরা। গোল করেছেন ইভানোভিচ। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও সাফল্য পায়নি কোনো দল। তাই এই ব্যবধানেই শেষ হয়েছে খেলা।

৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের অবস্থানে চেলসি। ২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর