thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিরাপত্তাবলয়ে সাগরিকা, হতাশ স্কুলছাত্ররা

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:২১:১৩
নিরাপত্তাবলয়ে সাগরিকা, হতাশ স্কুলছাত্ররা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে : বেলা যত বাড়ছিল তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল রৌদ্রের তীব্রতা। একদিকে শীতের আমেজ, অন্যদিকে রোদের ঝাঁঝালো তাপ- এই ২ প্রকৃতির প্রতিকূলতা মেনেই ক্রিকেটপ্রেমীরা উপস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশপাশে। তবে সবাই যেন থমকে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারিতে। আশাহত হয়েছেন বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা। তারা এসেছিল স্কুল ইউনিফর্ম পড়ে, আইডি কার্ড নিয়ে। জানা ছিল স্কুল আইডি কার্ড দিয়েই টেস্ট ম্যাচ দেখার সুযোগ মিলবে। কিন্তু কোনো গেট দিয়েই তাদের ঢুকতে দেওয়া হয়নি। গেটে দায়িত্বরত কর্মকর্তা গোছের ইমরান বলেছেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। বিসিবি আমাদের এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। তাই আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না।’

অন্যদিকে টিকিট পাওয়া নিয়েও ভোগান্তির শেষ ছিল না। দর্শকদের অভিযোগ, স্টেডিয়ামের বুথে কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকেও মিলছে না টিকিট। ব্যাংক থেকে টিকিট পাওয়া গেলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। ফলে সাগরিকায় যেভাবে দর্শক হওয়ার তা হয়নি। অথচ ঢাকা টেস্টে স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল স্টেডিয়াম গ্যালারি।

দক্ষিণ-পশ্চিম বাকলিয়া স্কুলের অনেক শিক্ষার্থীই খেলা দেখতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছে। তাদের কেউ কেউ টিকিট জোগাড় করেছেন অতিরিক্ত মাসুলে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জানিয়েছেন, ‘বুথে অনেক বড় লাইন। সকাল থেকে দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনেছি। ২০ টাকার টিকিট কিনেছি ১০০ টাকায়।’ অনেকে আবার ২০ টাকার টিকিট ২০০ টাকাতেও কিনেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে টিফিন খরচ ১০ থেকে ২০ টাকায় সীমাবদ্ধ।

বিষয়টি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আ জ ম নাসিরকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘চট্টগ্রামে ক্রিকেটের জন্য আকর্ষণীয় ভেন্যু। এর আগে এ ভেন্যুতে প্রচুর দর্শক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ যুব দল চলে যাওয়ার পর চট্টগ্রাম ভেন্যুটির দিকে আইসিসির বিশেষ নজর রয়েছে। এবার যেন কোনো ধরনের অঘটন না ঘটে তা মাথায় রেখে নিরাপত্তা বিষয়টি কড়াকড়ি করা হয়েছে। গ্যালারি উন্মুক্ত করে দিলে নিরাপত্তার বিষয়টি হুমকির মধ্যে পড়তে পারে। ভাবতে হয়েছে তাও।’

ক্রিকেটের প্রাণ দর্শকরা, গ্যালারি ফাঁকা। দর্শকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে না কোথাও। বিষয়টি বিসিবির ওই পরিচালকের নজরে আনার পর তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আমার কাছেও ব্যাপারটি ভালো লাগেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

বিড়ম্বনা রয়েছে নিরাপত্তা নিয়েও। বাঁশের তৈরি অস্থায়ী ব্যারিকেড, এরপর গ্রিলের ব্যারিকেড পার হয়ে প্রধান ফটক। অতঃপর স্টেডিয়ামের প্রবেশমুখে বাঁশের ব্যারিকেড; সবশেষে ভেতরে প্রবেশ। এভাবেই মঙ্গলবার টিকিট হাতে ক্রিকেটপ্রেমীরা প্রবেশ করেছেন গ্যালারিতে। নিরাপত্তার জন্য নেওয়া ৫ স্তরের ব্যবস্থায় নাকাল হয়েছেন সাধারণ মানুষও। নিরাপত্তা ব্যবস্থায় বলা হয়েছে দুই দলের চলাচলের সময় নির্দিষ্ট রাস্তায় ‘জিরো ট্রাফিক’ থাকবে। এ ব্যাপারে চট্টগ্রাম পুলিশের এডিসি (ওয়েস্ট) তানভীর আরাফাত বলেছেন, ‘নিরাপত্তার জন্য সর্বোচ্চ করণীয়টাই আমরা করছি। যেকোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এক হাজার পুলিশের সঙ্গে কাজ করছেন র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসারের নিরাপত্তাবাহিনী।’

ক্রিকেটের পয়াভূতি খ্যাত সাগরিকায় গ্যালারিগুলো প্রথম দিন হাহা করেছে দর্শকদের জন্য। যদিও শেষ বিকেলে ঢিলেঢালা টিকিটিং প্রক্রিয়ায় অনেকেই মাঠে করে প্রাণের স্পন্দন জাগিয়েছেন। আর বুধবার সকাল থেকে যদি ঢাকার মতো স্কুল শিক্ষার্থীদের জন্য বিনাটিকিটে প্রবেশাধিকার দেওয়া হয় তবে এখানেও দর্শকদের প্লাবন বইবে। শ্রীলঙ্কার দিনভর ব্যাটিং কাছ থেকে দেখে কষ্টের সমুদ্রের পড়তে হয়নি ।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/সিজি/সা/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর