thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩০:০৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পূজা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে স্থাপিত মন্দিরে প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান ও পূজা শেষে ছাত্রছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রটারি ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, সরস্বতীর অপর নাম বীণাপাণি। শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য এ পূজা করে থাকে। ছাত্রছাত্রীদের আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রতিবছর সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর