thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রিহ্যাবকে দ্রুত গ্যাস সংযোগ দেবে তিতাস

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:৪৮:২৯
রিহ্যাবকে দ্রুত গ্যাস সংযোগ দেবে তিতাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি আবাসন মালিকদের প্রতিষ্ঠান রিহ্যাবের (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) যে সব সদস্য এখনও গ্যাস সংযোগ পাননি তাদের দ্রুততম সময়ের মধ্যে সংযোগ দিতে পদক্ষেপ নেওয়া হবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম মঙ্গলবার রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে তিতাস কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন।

তিনি এ সময় রিহ্যাবকে এ ধরনের কোম্পানিগুলোর একটি তালিকা দিতে বলেন।

রিহ্যাবের পক্ষ থেকে আবাসন শিল্পের গ্যাস সংযোগে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে এ গুলো সমাধানের ব্যাপারে কার্যকরী সহযোগিতা চাওয়া হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম রিহ্যাব সদস্যদের গ্যাস সংযোগ দ্রুত অনুমোদনসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, খুব শিগগিরই ভুক্তভোগী সদস্য প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হবে।

বৈঠকে রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তিতাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

(দ্য রিপোর্ট/বিকে/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর