thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মন্দিরের সামনে নাচ : মামলায় ‘গুন্ডে’

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২২:৫৪:৩৯
মন্দিরের সামনে নাচ : মামলায় ‘গুন্ডে’

কলকাতা প্রতিনিধি : কলকাতা হাইকোর্ট ও কলকাতার ইতিহাস প্রসিদ্ধ দক্ষিণেশ্বর মন্দিরের সামনে উদ্দাম নাচের দৃশ্য থাকায় আলি আব্বাস জাফরের হিন্দি ও বাংলা ছবি ‘গুন্ডে’র প্রদর্শনের উপর স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে৷ সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থে মামলাটি দায়ের করা হয়েছে৷ অভিযোগ ছবির গান ‘তুনে মারি এন্ট্রিয়া’র দৃশ্যায়নের বিরুদ্ধে৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে৷

মামলাকারীর অভিযোগ এই গানের দৃশ্যায়ন ধর্মীয় পীঠস্থান দক্ষিণেশ্বরে হওয়ায় ধর্মীয়ভাবাবেগে আঘাত আনতে পারে৷ শুধু তাই নয়, দক্ষিণেশ্বর ও কলকাতা হাইকোর্টের সামনে গানটির উদ্দাম, বিকৃত অঙ্গভঙ্গির নৃত্য শুট হওয়ায় অবমাননার অভিযোগও উঠেছে এই গানের বিরুদ্ধে৷

‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানটিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন কাপুর ও রণবীর সিংকে৷ কলকাতাকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে এই ছবির গল্প৷ ২০১৩ সালে কলকাতা, রানিগঞ্জ ও আসানসোলের বিভিন্ন জায়গায় শুটিং হয় এই ছবির৷ ১৪ ফেব্রুয়ারি বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘গুন্ডে’৷

(দ্য রিপোর্ট/এসএম/এপি/এএল/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর