thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০১:০৩:৫৯
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খাওয়ায় সিএনজি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চন্দ্রিমা উদ্যানের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা হলেন- শাহ ইমদাদুল হক (৫০), তার স্ত্রী হোসনে আরা (৪০) ও তাদের মেয়ে নওশিন জাহান (২৬)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত শাহ ইমদাদুল হক জানান, শান্তিনগর থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে পল্লবীর বাসায় ফেরার সময় চন্দ্রিমা উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই মনির হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/এসবিেএএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর