thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বাঙলা কলেজ থেকে অস্ত্রসহ ৪২ ছাত্র আটক

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০২:২৭:৩০
বাঙলা কলেজ থেকে অস্ত্রসহ ৪২ ছাত্র আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের বাঙলা কলেজ থেকে অস্ত্রসহ ৪২ ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ২০টি বড় ছুরি ও ১৭টি রড উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, আমাদের কাছে খবর আসে কতিপয় ছাত্র বাঙলা কলেজ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করতে পারে। এ খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে এ সব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কলেজের ভেতর থেকে ৪২ ছাত্রকে আটক করা হয়।

আটকদের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারা অপরাধী কিনা এখনও জানা যায়নি। তাই এ মুহূর্তে তাদের নাম বলা যাবে না।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/এসবি/এএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর