thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মুশফিককে নিয়ে শঙ্কা!

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১১:০৯:১৫ ২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২০:০৫:০০
মুশফিককে নিয়ে শঙ্কা!

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : মাঠে নেই মুশফিক; শঙ্কা সৃষ্টি হয়েছে তাকে ঘিরে। চোট পেয়েছেন আঙুলে। আদৌ তিনি কখন মাঠে নামছেন; নামতে পারবেন কিনা তা নিশ্চিত হয়নি। চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ম্যাচ চলাকালে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। বুধবার তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বিসিবির চিকিৎসক বিভব সিং জানিয়েছেন, ‘মুশফিকের আঙুলে চিড় ধরা পড়েছে। বৃহস্পতিবার আরেক দফা পরীক্ষা করা হবে মুশফিকের চোট।’

চট্টগ্রামে তার বদলি হিসাবে দ্বিতীয় দিনে উইকেটের পেছনে কিপিং করছেন শামসুর রহমান। উইকেটে পেছনে দাঁড়ানো শামসুর রহমান খুব স্বত্ত্বিতে কিপিং করছেন তা বলা যাবে না। ইতিমধ্যে একটি স্ট্যাম্পিংও মিস করেছেন। ২০ রানে থাকা ভিথানেজে ড্যাউন উইকেটে খেলার চেষ্টা করেছেন সোহাগ গাজীকে। কিন্তু বলের লাইন মিস করেছেন ওই শ্রীলঙ্কান। অনেক সময় পেলেও কিপার শামসুর বলটিই গ্লাভসে রাখতে পারেননি।

খালেদ মাসুদ পাইলদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কিপিংয়ের দায়িত্ব পেয়েছেন মুশফিক। অন্য কিপার দলে থাকলে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমই সব সময় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন। সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ দিকে আব্দুর রাজ্জাকের কন্ডিশন আগের চেয়ে অনেক ভাল বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেছেন, রাজ্জাকের যা সমস্যা ছিল তা অনেকখানি রিকোভার করেছে, খেলার ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে।‘

(দ্য রিপোর্ট/আরআই/এএস/ও্আইসি ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর