thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিদ্যুৎ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অফিস করবেন প্রধানমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১২:২২:০৩
বিদ্যুৎ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অফিস করবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জোরেশোরে প্রস্তুতি চলছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শেখ হাসিনা বৃহস্পতিবার অফিস করবেন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোফাকখারুল ইকবাল বুধবার দ্য রিপোর্টকে বলেন, কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ের ৬ নাম্বার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। দ্বিতীয় তলার ১২২ নাম্বার কক্ষে প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে প্রধানমন্ত্রীর বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কক্ষের সংস্কারকাজ চলছে পুরোদমে। ১২২ নাম্বার কক্ষের সামনে বসেছে প্রধানমন্ত্রীর নামফলক। আসবাবপত্র পরিবর্তন, দেয়ালে রং করার মাধ্যমে কক্ষটিতে প্রস্তুত করতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। দ্বিতীয় তলার বারান্দা, নিচে নামার সিঁড়ির চারপাশের দেয়ালেও পড়েছে রং।

গত মহাজোট সরকারের সময়ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মেয়াদে শেখ হাসিনা তিনদিন এ মন্ত্রণালয়ে অফিস করেছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/এজেড/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর